সিটিজেন চার্টার
যুব উন্নয়ন অধিদপ্তর
মানিকছড়ি, খাগড়াছড়ি।
কার্যক্রম | অনুৎপাদন শীল যুব সমাজকে সু-সংগঠিত সুশৃঙ্খলা এবং উৎপাদনমুখী শক্তিতে রূপান্তর করা। |
যুব প্রশিক্ষণ | দক্ষতা বৃদ্ধি ও আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ ও আত্ম সংস্থানে উদ্বদ্ধকরন। |
জেলা পর্যায়ে যুব প্রশিক্ষণ টেড্র সমূহ | ১। ৩(তিন) মাস মেয়াদে গবাদি পশু ও হাঁস মুরগী পালন। ধরন :- আবাসিক থাকা খাওয়া ফ্রি, শিক্ষাগত যোগ্যতা : নূন্যতম ৮ম শ্রেণী ২। ০১(এক) মাস মেয়াদী মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ, ধরন : অনাবাসিক। ৩। ০৪(চার) মাস মেয়াদী সেলাই প্রশিক্ষণ, ধরন : অনাবাসিক ৪। রেডিও টি,ভি মেরামত প্রশিক্ষণ। শিক্ষাগদযোগ্যতা :- এস,এস,সি ৫। কম্পিউটার বেসিক কোর্স প্রশিক্ষণ, ধরণ :অনাবাসিক মেয়াদ-৬মাস, শিক্ষাগত যোগ্যতা : এইচ,এস,সি। ৬। ইলেকট্রিক হাউজ ওয়ারিং প্রশিক্ষণ। ধরন :-অনাবাসিক শিক্ষাগত যোগ্যতা :-৮ম শ্রেণী * উপজেলা থেকে বাছাই করে জেলা কার্যালয়ে প্রশিক্ষনে প্রেরণ করা হয়। |
উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ | বেকার যুব ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দক্ষতা বৃদ্ধির জন্য নিম্ন বর্ণিত বিভিন্ন ট্রেড ০৭/১০/৩০দিন মেয়াদী ভ্রাম্যমান প্রশিক্ষণ পরিচালনা করা হয়। ক) পারিবারিক হাঁস-মুরগী পালন। খ) মৎস্য চাষ। গ) বাড়ীর আঙ্গিনায় শাক-সবজী চাষ। ঘ) বাঁশ ও বেতের কাজ। ঙ) হলুদ/আদা চাষ। চ) গরু মোটা তাজা করণ। ছ) গাভী পালন। |
নের্টওয়াকিং প্রকল্প | দেশের বেকার যুব সমাজ কে যুব সংগঠনের মাধ্যমে মনোনীত করে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইন্টারনেট ও কম্পিউটার প্রযুক্তির সহিত সম্পৃক্ত করা এবং যুব উন্নয়ন অধিদপ্তর ও বে-সরকারি স্বেচ্ছাসেবী যুব সংগঠনের মধ্যে কর্মসূচী ভিত্তিক নের্টওয়াকিং জোরদার করা। |
যুব ঋণ বিতরণ | বিভিন্ন ট্রেড প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রাপ্তদের আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ট্রেড ভিত্তিক প্রকল্পের অনুকুলে ১০,০০০ হতে ৫০,০০০/- টাকার যুব ঋণ বিতরণ করা হয়। |
সিটিজেনস্ চার্টার
উপজেলা মৎস্য দপ্তর, মানিকছড়ি, খাগড়াছড়ির তথ্যাদি।
১। দপ্তরের কার্যাবলীঃ
· মৎস্য ও চিংড়ি চাষী উদ্যোক্তাদের উন্নত প্রযুক্তি ভিত্তিক মাছ ও চিংড়ি চাষের পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান।
· মুক্ত, জলাশয়ের মৎস্য সম্পদ উন্নয়নের লক্ষ্যে সমাজ ভিত্তিক মৎস্য ব্যবস্থাপনায় কার্যক্রম পরিচালনা ও মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন।
· মৎস্য ও চিংড়িচাষ উন্নয়নের লক্ষ্যে প্রকল্পের উপযোগিতা যাচাই ও প্রকল্প প্রস্তাব প্রদানের মাধ্যমে উদ্যোগে ও মৎস্য চাষীকে ঋণ প্রাপ্তিতে সহায়তা প্রদান।
· উন্নতজাতের পোনাসহ মাছ ও চিংড়ি চাষের বিভিন্ন উপাদান উপকরণ সংগ্রহ ও সরবরাহে সহায়তা প্রদান।
· উপজেলাধীন মৎস্য সম্পদের তথ্য ও উপাত্ত সংগ্রহ এবং উদ্ধর্তন কর্তৃপক্ষের নিকট প্রেরণ।
· মৎস্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত উন্নয়ন প্রকল্পের অধীনে গৃহীত কার্যক্রম বাস্তবায়ন।
· মৎস্য মান নিয়ন্ত্রন ব্যবস্থা কার্যকর করার লক্ষ্যে মাছ ও চিংড়ি চাষে অনুমোদিত দ্রব্যের ব্যবহার বন্ধে চাষীদের উদ্বব্ধকরণ এবং সংক্রমনের উৎস সনাক্তকরণ ও হ্যাসাপ কার্যক্রম বাস্তবায়ন।
· আহরণ উত্তর মাছ ও চিংড়ি অবতরণ কেন্দ্র/ডিপো পরিদর্শন এবং সেগুলোর পরিস্কার পরিচ্ছন্নতা রক্ষায় উদ্বদ্ধকরণ।
· জনগনকে উন্নত প্রযুক্ত ব্যবহারের মাধ্যমে মাছ চাষে উদ্বদ্ধ করার নিমিত্তে নতুন প্রযুক্তি মতে কলমে প্রদানের লক্ষ্যে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের সাহায্যে প্রদর্শনী মৎস্য খামার স্থাপন।
· মৎস্য ও চিংড়ি চাষ ব্যবস্থাপনা বিষয়ে বিষয়ে বিভিন্ন সম্পসারণ সামগ্রী চাষী/মৎস্যজীবিদের মধ্যে বিতরণ।
২। সেবা প্রদানকারী কর্মকর্তা/কর্মচারীদের পদবীঃ
* সহকারী মৎস্য কর্মকর্তা * ক্ষেত্র সহকারী
৩। যথাসময়ে সেবা পাওয়া না গেলে যার সহায়তা চাইবেনঃ
* উপজেলা মৎস্য কর্মকর্তা, মানিকছড়ি, খাগড়াছড়ি।
৪। চুড়ান্তভাবে নিষ্পত্তি না হলে বা সময়মত সহায়তা পাওয়া না গেলে যার কাছে অভিযোগ করবেনঃ
* জেলা মৎস্য কর্মকর্তা, খাগড়াছড়ি। ফোনঃ ০৩৭১-৬১৭২৬
সেবার বিবরণ ও সময় সীমা
ক্রঃ নং | সেবা সমূহ | সেবা গ্রহণকারী (ক্লায়েন্ট) | সেবা প্রদানের সময়সীমা |
১ | মৎস্য উৎপাদন বৃদ্ধির কার্যকর ব্যবস্থা পরিকল্পনা গ্রহণের মাধ্যমে জনগনকে পুষ্টি যোগানে সহায়তা প্রদান | মৎস্য চাষী/উদ্যোক্ত | অফিস সময়ে |
২. | মৎস্যচাষ বিষয়ক বিষয় ভিত্তিক প্রশিক্ষণ/মতবিনিময় সভা আয়োজনের মাধ্যমে সম্প্রসারণ। | ’’ | ’’ |
৩. | অফিসে আগত মৎস্য চাষীদের মৎস্য চাষ বিষয়ক পরামর্শ সেবা প্রদান | ’’ | ’’ |
৪. | মৎস্য চাষ সম্প্রসারণের লক্ষ্যে ব্যক্তি/প্রতিষ্ঠানকে মৎস্য ঋণ প্রাপ্তিতে সহায়তা সেবা প্রদান। | ’’ | ’’ |
৫. | মাছ চাষের আধুনিক উপকরণ ও যন্ত্রপাতি সংগ্রহে সংশ্লিষ্ট জনগনকে সহায়তা সেবা প্রদান। | মৎস্যচাষী/উদ্যোক্ত/মৎস্য জীবি | ’’ |
৬. | বানিজ্যিক ভিত্তিক মাছ ও চাষে জনগনকে উদ্বদ্ধকরণ ও কারিগরী সহায়তা সেবা প্রদান। | ’’ | ’’ |
৭. | দেশীয় প্রজাতির মৎস্য সংরক্ষণ ও সম্প্রসারণে সহায়তা সেবা প্রদান। | ’’ | ’’ |
৮. | মাছ ও চিংড়ি অবতরণ কেন্দ্র/ডিপো পরিদর্শন এবং সেগুলোর পরিস্কার পরিচ্ছন্নতা রক্ষায় পরামর্শন সেবা প্রদান। | ’’ | ’’ |
৯. | জনস্বার্থে প্রয়োজনীয় অন্যান্য যে কোন সেবা প্রদান। |
|
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস