মানিকছড়ি উপজেলা মহিলা বিষয়ক এর উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগীতা বাটনাতলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০১৫ উদযাপন উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা/সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সম্মানীত চেয়ারম্যান, বাবু ম্রাগ্য মারমা, বিশেষ অথিতি ভাইস চেয়ারম্যান জনাবা রাহেলা আক্তার ও ইউপি চেয়ারম্যান জনাব শহিদুল ইসলাম মোহন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুথিকা সরকার, উপজেলা নির্বাহী অফিসার মহোদয়। প্রথমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব মো. কামরুল আলম স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, নারী নির্যাতন প্রতিরোধ একার পক্ষে কারও সম্ভব নয়। সকলের সম্মনিত প্রচেষ্টায় নারি নির্যাতন কিছুটা কমিয়ে আনা সম্ভব। এই লক্ষ্যে নারী পুরুষ আপামর জনসাধারণকে তাদের ছেলে মেয়েকে লেখা পড়ার প্রতি বিশেষ গুরুত্বপ্রদানের জন্য আহবান জানান। সভাপতি তার সমাপনি ভাষণে বলেন, বিশেষ করে কন্যা শিশুদের শিক্ষিত করার জন্য প্রতি মা’কে বিশেষভাবে নজর দিতে হবে। কারণ কন্যা শিশু শিক্ষিত হলে একজন আদর্শ মা তৈরি হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS