মানিকছড়ি উপজেলার বিশিষ্ট মুক্তিযোদ্ধা আবুল কালামের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রবিবার বিকাল ৪টায় একসত্যা পাড়া পুরাতন জামে মসজিদ মাঠে মানিকছড়ি থানা পুলিশের একটি সুসজ্জিত দল তাঁর কফিনে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার যুথিকা সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিদারুল আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউল আলম চৌধুরী, ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম, এম.এ করিম, মাওলানা মুসা কলিমুল্লাহ, মাওলানা আবদুল
মজিদ নিজামী। এছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জানাজায় অংশ নেয়।
উল্লেখ্য যে, মুক্তিযোদ্ধা আবুল কালাম একসত্যা পাড়া নিজ বাড়িতে গত ২ বছর ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। রবিবার সকাল ৯টায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। মৃত্যুকালে তিনি দু’ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
বীর মুক্তযোদ্ধা আবুল কালাম এর মৃত্যুতে উপজেলা প্রশাসন, মানিকছড়ি শোকাহত ও বিদেহী আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS