খাগড়াছড়ি জেলার সবচেয়ে ছোট উপজেলা মানিকছড়ি। এটি মূলত বিভিন্ন রকম ঐতিহ্যে ভরপুর একটি উপজেলা। এই উপজেলাটি ছোট ছোট অনেকগুলো বাগানে ভরপুর। যার নয়নাভিরাম দৃশ্যাবলীর শোভা বাড়িয়েছে বিভিন্ন রকমের গাছ সেগুন, আগর, ঘৃতকুমারী নানা রকরেম ফল ফলাদির গাছ। যার প্রমাণ মেলে চা-বাগান, কনের্ল বাগানসহ বিভিন্ন ব্যাক্তিগত বাগান। এই উপজেলার মানুষ খুবই পরিশ্রমী বলে প্রচুর পরিমাণে ফলফলাদি ও শাক সবজির উৎপাদিত হয়। এই উপজেলার ০৪টি ইউনিয়ন আছে যাদের সাথে সড়ক যোগাযোগসহ শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তির দ্রুত প্রসার লাভ করছে। এছাড়াও সরকারি-বেসরকারি উদ্যোগে জনগণকে বিভিন্ন প্রকার সেবা প্রদান করা হচ্ছে।
সুষ্ঠু, শিক্ষিত, সন্ত্রাসমুক্ত, আধুনিক মানিকছড়ি গড়াই আমাদের সবার লক্ষ্য।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS